
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন বঞ্চিত হওয়ায় লায়ন আসলাম চৌধুরীর অনুসারীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছেন। গুলশানে মনোনয়ন ঘোষণার পর ঘন্টাখানেকের মধ্যেই তার অনুসারী হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন। সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ও টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।
এ সময় গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে উভয় দিকের শত শত গাড়ি। দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুরো এলাকা স্থবির ছিল। তারা অবিলম্বে সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন।
সীতাকুণ্ড আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বর্তমান কেন্দ্রীয় সদস্য লায়ন আসলাম চৌধুরীর নাম আলোচনায় থাকলেও তিনি বাদ পড়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজপথে ছিলেন এবং দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় একাধারে কারাভোগ করেন। ব্যবসায়িকভাবেও বড়ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাই তার এবং অনুসারীদের প্রত্যাশা ছিল এই আসনে আসলাম চৌধুরীই বিএনপির মনোনয়ন পাবেন।
প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ঘোষিত তালিকায় সীতাকুণ্ড আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী সালাহউদ্দিনকে প্রার্থীতা দেওয়া হয়েছে।