সুজানগরে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

পাবনার সুজানগরের মানিকহাট ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে মহিলা দলের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ মহিলা দলকে সংগঠিত করতে পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জয় নিশ্চিত করতে পারবে।”

উক্ত ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিরীন আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি হাজারী লুৎফুন্নাহার, সহ-সভাপতি শিল্পী খাতুন ও নেতা রাশিদা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সিরাজুল ইসলাম মিন্টু।

Share This Article