সুজানগর, পাবনা | শনিবার, ৪ অক্টোবর ২০২৫
পাবনা জেলার সুজানগর ও বেড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের যৌথ উদ্যোগে “ক্ষমতায়িত নারীশক্তি—পরিবারের মুক্তি, দেশনায়ক তারেক রহমান” প্রতিপাদ্যকে সামনে রেখে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন সুজানগর ও বেড়া অঞ্চলের গণমানুষের নেতা, পাবনা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু।
সভায় সভাপতিত্ব করেন সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও পাবনা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাজারী লুৎফুন্নাহার। অনুষ্ঠানে সুজানগর ও বেড়া উপজেলা মহিলা দল, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব বলেন, “মাদকমুক্ত পরিবার গড়ে তুলতে হবে, এজন্য মা-বোনদেরকে সচেতন হতে হবে। আপনারাই পারেন মাদকমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে। মহিলারাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। মহিলাদলের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।”
সভাপতির বক্তব্যে হাজারী লুৎফুন্নাহার বলেন, “৩১ দফা কর্মসূচি সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষকে জয়যুক্ত করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। ক্ষমতায়িত নারীশক্তিই পারে পরিবার, সমাজ ও রাষ্ট্রের মুক্তি আনতে, আর সেই মুক্তির নেতৃত্বে রয়েছেন দেশনায়ক তারেক রহমান।”
বক্তারা আরও উল্লেখ করেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মহিলা দলের নেত্রী ও কর্মীদের ঐক্য, সাহস ও সংগঠিত ভূমিকা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।