সুনামগঞ্জে ভাষা শহীদের স্মরণে শ্রমিকলীগের পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ চিত্র ডেস্ক

সুনামগঞ্জ প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে জেলা জাতীয় শ্রমিকলীগ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মো: সেলিম আহমদ এর নেতৃত্বে পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সহ সভাপতি আবু হানিফ, সহ সভাপতি মহসিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক, মো: রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল বাশার অপু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রফিক, দপ্তর সম্পাদক শাহিন মিয়া, মঈদুল হাসান সোহেল, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন, শ্রমিকলীগ নেতা আবুল হোসেন শরীফ, প্রচার সম্পাদক রাধু রায়, পৌর শ্রমিকলীগ আহবায়ক আবু সালেক, সদস্য সচিব তৈয়বুর রহমান রাজ প্রমুখ।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সেলিম আহমদ বলেন, ভাষা আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল। সে দিন বঙ্গবন্ধু কারাগারে ছিলেন বিধায় তিনি সেদিনের সমাবেশে উপস্থিত থাকতে পারেননি। তবে সিদ্ধান্ত তার নেতৃত্বেই হয়েছিল। এই ইতিহাস অনেকেই জানে না। কিন্তু জানার প্রয়োজন রয়েছে। আমাদের কে তা জানতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার ত্বরিত সিদ্ধান্তের কারণে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত হয়েছে।#

Share This Article