গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি এবং জীবিকা সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে কৃষকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
MACP-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের কারিগরী সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির।
প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারুক হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, আনিছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, প্রদৃপ্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মুন্নী বেগম প্রমূখ। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ বেলকা ও কঞ্চিবাড়ি প্রকল্পভূক্ত কৃষকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে দূর্যোগ সহনশীল কৃষি এবং জীবিকা সংক্রান্ত কার্যক্রম বাস্তায়নে বিভিন্ন দিক সমুহ উপস্থাপন করা হয়। এছাড়া বন্যা ও খরা সহনশীল বিভিন্ন আগাম জাতের ফসল, বন্যা সহনশীল প্রযুক্তি ব্যবহার, কমিউনিটি সিড ব্যাংক স্থাপন, সক্ষমতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ ও ওয়ান স্টপ কৃষি সহায়তা প্রদান বিষয়ক ব্যাপক আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :