সুন্দরগঞ্জে কৃষি-জীবিকা সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা


news.shamimsarker@gmail.com প্রকাশের সময় : জুন ২২, ২০২৩, ৪:৩২ অপরাহ্ণ /
সুন্দরগঞ্জে কৃষি-জীবিকা সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা
সুন্দরগঞ্জে কৃষি-জীবিকা সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি এবং জীবিকা সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে কৃষকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরগঞ্জে কৃষি-জীবিকা সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা

বৃহস্পতিবার (২২ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের প্রদৃপ্ত প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

MACP-এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের কারিগরী সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির।

সুন্দরগঞ্জে কৃষি-জীবিকা সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা

প্রদৃপ্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফারুক হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, আনিছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, প্রদৃপ্ত প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মুন্নী বেগম প্রমূখ। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ বেলকা ও কঞ্চিবাড়ি প্রকল্পভূক্ত কৃষকগণ উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জে কৃষি-জীবিকা সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে দূর্যোগ সহনশীল কৃষি এবং জীবিকা সংক্রান্ত কার্যক্রম বাস্তায়নে বিভিন্ন দিক সমুহ উপস্থাপন করা হয়। এছাড়া বন্যা ও খরা সহনশীল বিভিন্ন আগাম জাতের ফসল, বন্যা সহনশীল প্রযুক্তি ব্যবহার, কমিউনিটি সিড ব্যাংক স্থাপন, সক্ষমতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ ও ওয়ান স্টপ কৃষি সহায়তা প্রদান বিষয়ক ব্যাপক আলোচনা করা হয়।