সুন্দরগঞ্জে ছাত্রলীগের বৃক্ষ রোপণ


news.shamimsarker@gmail.com প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ /
সুন্দরগঞ্জে ছাত্রলীগের বৃক্ষ রোপণ
সুন্দরগঞ্জে ছাত্রলীগের বৃক্ষ রোপণ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী তীব্র তাপদাহ মোকাবিলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার দহবন্দ ইউনিয়নের বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।

সুন্দরগঞ্জে ছাত্রলীগের বৃক্ষ রোপণ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. রতন মিয়া, মো. আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা শহিদুল ইসলাম রানা, সোহানুর রহমান আযম, শ্যামল, তারাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আল আমিন মিয়া, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নয়ন, সোনারায় ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি শাওন সরকার প্রমূখ।

বৃক্ষরোপণ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা রতন মিয়া বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এছাড়া দেশের প্রতিটি সংকটকালীন মূহুর্তে সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।