সুন্দরগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একঝাঁক সাহসী নবীন ও প্রবীণদের সমন্বয়ে আত্মপ্রকাশ করলো ‘সুন্দরগঞ্জ অনলাইন প্রেসক্লাব।’

রবিবার (৬ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলার অনলাইন গণমাধ্যমে কর্মরত সকল সংবাদকর্মীদের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন বাংলার সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দেশচিত্র ডট কম এর প্রতিবেদক পিন্টু কুমার সরকারকে আহ্বায়ক এবং দৈনিক আমাদের নতুন সময় ও বিডি২৪লাইভ এর প্রতিবেদক রাশেদুল ইসলাম রাশেদকে যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক বজ্রশক্তির সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, কলমের বার্তার প্রতিনিধি মো: রোমান, প্রতিদিনের বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মোঃ আল-আমিন ইসলামকে সদস্য করা হয়।

পরে সকলের সম্মতিক্রমে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Share This Article