সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
এমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার সন্ধ্যায় কাতারের দোহায় সেমিফাইনালে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৪ রান করে। জবাবে ভারতও ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রান করে। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ভারত আগে ব্যাট করতে নেমে পর পর দুই বলে ২ উইকেট হারিয়ে কোনো রান করতে পারে না। বাংলাদেশ ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১ রান করে জয় নিশ্চিত করে, নিশ্চিত করে ফাইনাল। ফাইনালে রোববার শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।