সুশিক্ষিত হয়ে দেশ গড়ার কারিগর হতে হবে: এমপি কিরন

বাংলাদেশ চিত্র ডেস্ক

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:

ঐতিহ্যবাহী নোয়াখালীর বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভীত বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্ভোধন করা হয়েছে। 

বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেগমগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন, বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুর হামিদ, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আসিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামছুল ইসলাম। 

অপরদিকে একই সময়ে নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনীর গনিপুর দি জুনিয়র ল্যাবরেটরী স্কুলের নতুন ভবন মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন ফিতা কেটে উদ্ভোধন করেন।

চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজের পাশে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠিত দি জুনিয়র ল্যাবরেটরী স্কুল দীর্ঘ দুই যুগ পর নিজস্ব ভাবনে যাত্রা শুরু করে। শেরে বাংলা হোস্টেলের পূর্ব পাশে নির্মিত দোতলা ভবনে নতুন ভাবে স্কুলটি পরিচালিত হবে।

বক্তব্যে অতিথিরা বলেন, শিক্ষাঙ্গন সহ দেশের শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের সুশিক্ষিত হয়ে দেশ গড়ার কারিগর হতে হবে। তাই আগামী প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে ডিজিটাল দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন সরকার সবসময়ই সরকারি বিদ্যালয়ের সাথে বেসরকারি স্কুলের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে। জানুয়ারি মাসেই সকল বেসরকারি ও কিন্ডারগার্টেনে ও সরকারি বই বিনা মূল্যে দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে ও শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব পরিবেশ গড়ে তুলবে বলে তিনি আশাবাদী।

এই সময় আরো উপস্থিত ছিলেন, দি জুনিয়র ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান বাচ্চু, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. বেলাল, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি,  স্কুলের অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

Share This Article