সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ শুরু

বাংলাদেশ চিত্র ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল ১১টার আগে এ সংলাপ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির অধীনে অংশীজনের সঙ্গে এটা প্রথম মতবিনিময়।

‎সকালের সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচায অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামানসহ অনেকেই উপস্থিত আছেন।

আজ থেকে শুরু হওয়া এ সংলাপ অক্টোবর মাস জুড়ে চলবে।‎ সংলাপটি ইসির অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে (@BangladeshECS) লাইভ সম্প্রচারের মাধ্যমে দেখা যাবে।

Share This Article