“সূর্যোদয় শিশু ফোরাম ’’ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ চিত্র ডেস্ক

বার্তা সম্পাদক

নানা আয়োজনে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘‘ সূর্যোদয় শিশু ফোরাম ’’ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী  অনুষ্ঠিত  হয়েছে।

রবিবার ( ২৯ জানুয়ারি)  সকালে রাজধানীর ডি মাজেনড চার্চ  অডিটোরিয়ামে সংগঠনটির সভাপতি কনক রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাহানারা বেগম (সাবেক সংসদ সদস্য ও মহিলা বিষয়ক সম্পাদক,  বাংলাদেশ আওয়ামী লীগ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন বাবুল (১৮নং ওয়ার্ড কাউন্সিলর , ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), শফিকুল ইসলাম বাসেক ( ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর,  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ), নিলুফার ইয়াছমিন ইতি (সংরিক্ষত মহিলা আসন  ৩৮,৩৯,৪০নং ওয়ার্ড কাউন্সিলর,  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) হাসিনা বারি চৌধুরি  ( ১, ১৭,১৮নং ওয়ার্ড কাউন্সিলর,  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), যোয়ান্না ডি রোজারিও, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার, আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড  ভিশন বাংলাদেশ এবং আফরোজা খন্দকার , কার্যনির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন -কনক রায়,  (সভাপতি, সূর্যোদয় শিশু ফোরাম) এবং  সঞ্চালনায় ছিলেন  আবিদা সুলতানা ও মারুফ মাহমুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সূর্যোদয় শিশু ফোরাম,  মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনের একঝাঁক কিশোর কিশোরী উদীয়মান স্বেচ্ছাসেবীরা শিশু অধিকার ও দেশের দুঃসময়ে অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ও  ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে  সূর্যোদয় শিশু ফোরাম শীত বস্ত্র বিতরণ,  মেয়েদের ফুটবল খেলার জার্সি উন্মোচন, দেওয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় অনেক ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা করেন।

Share This Article