সৃজনশীল সাহিত্য সাময়িকী ‘রূপান্তর’র আত্মপ্রকাশ

মোহাম্মদ অংকন, ঢাকা:

‘সোনার মানুষ, সোনার দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের আত্মোন্নয়নে কাজ করা সংগঠন ‘গোল্ডেন স্টুডেন্টস’র প্রকাশনায় ও তরুণ সংগঠক এস এম নুর ইসলামের সম্পাদনায় প্রকাশ হলো সৃজনশীল সাহিত্য সাময়িকী ‘রূপান্তর’র সূচনা সংখ্যা। প্রবন্ধ-নিবন্ধ, ছড়া-কবিতা, গবেষণামূলক লেখা, স্মৃতিগদ্য, ছোটগল্প, ভ্রমণকাহিনী ও সমসাময়িক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে সাজানো হয়েছে সংখ্যাটি।

সৃজনশীল সাহিত্য সাময়িকী ‘রূপান্তর’র সূচনা সংখ্যার প্রচ্ছদ করেছেন প্রীতিলতা চক্রবর্তী। প্রকাশনা সহযোগিতায় লেখাচিত্র প্রকাশনী। ৯৬ পৃষ্ঠার ম্যাগাজিনটি যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কবি সাইফ সুমন, এবিএম শাহজাহান মিয়া, পল্লীকবি জসিমউদদীন গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, একাধিক পাণ্ডুলিপি পুরস্কার বিজয়ী লেখক ও কলামিস্ট মোহাম্মদ অংকন, গ্লোবাল স্টুডেন্টস ফোরাম (বেলজিয়াম) এর উপদেষ্টা শেখ রিফাদ মাহমুদ, প্রবীণ ছড়াকার সুফিয়ান আহমেদ চৌধুরী, অনুকূল অধিকারী, প্রবীর বৈরাগী, মোহাম্মদ স্বপন, বিভাস দাস, শাহনাজ পারভিন লিমা, রত্না আক্তারী প্রমুখ।

‘রূপান্তর’র আত্মপ্রকাশের বিষয়ে সম্পাদক এস এম নুর ইসলাম জানান, ‘প্রযুক্তির এ যুগে সাহিত্য সাময়িকী প্রকাশ করা চ্যালেঞ্জিং হওয়া সত্বেও ‘গোল্ডেন স্টুডেন্টস’র উদ্যোগে নানাবিধ প্রতিকূলতা ডিঙিয়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে ‘রূপান্তর’র সূচনা সংখ্যাটি প্রকাশ করতে সক্ষম হয়েছি। সম্পাদনা পর্ষদ সদস্যদের অসামান্য দক্ষতা ও নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকলে সাহিত্যঙ্গনে ‘রূপান্তর’ যেমন অনবদ্য ভূমিকা পালন করতে সক্ষম হবে, তেমনি লেখক-পাঠকের শিক্ষা, জ্ঞান, মেধা ও প্রতিভা বিকাশের ক্ষেত্রে মুক্তচিন্তার সুযোগ সৃষ্টির পাশাপাশি বর্তমান সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিকও তুলে ধরতে সমর্থ হবে বলে বিশ্বাস করি।’

Share This Article