সোনাইমুড়ীতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম’র

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এর উদ্দ্যেগে অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলার সোনাপুর, বজরা ও চাষীরহাট ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে দু:স্থ অসহায় মানুষের মধ্যে নিজ হাতে এই বিতরণ কার্যক্রম করেন।

এই সময় প্রত্যেকে শাড়ি, লুঙ্গি পেয়ে খুবই আনন্দ প্রকাশ করে। এই ঈদ উপহার পেয়ে আওয়ামী লীগ সরকার ও সংসদ সদস্য এর জন্য দোয়া করবেন বলেও জানান আগত অসহায় মানুষেরা। তারা বলেন, আমাদের সুখে দু:খে এইচ এম ইব্রাহিম সবসময় পাশে ছিলেন। আমাদের জন্য অনেক উন্নয়ন করেছেন। আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে এমপি কে আবারো বিজয় করবো। তিনি উপস্থিত থেকে আল্লাহকে স্বাক্ষী রেখে আগামীতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

এইছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

Share This Article