সোশ্যাল ইসলামী ব্যাংকের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর বেগমগঞ্জে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 

বানিজ্যিক শহর চৌমুহনী বাজারের হোসেন মার্কেটের ৩য় তলায় ব্যাংক শাখার অফিসে দোয়া মুনাজাতের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ ও এসআইবিএল এর চৌমুহনী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুস শহিদ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

অত্র শাখা ব্যবস্থাপক এই সময় ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদেরকে ফুল দিয়ে বরন করেন।

অতিথিরা বলেন, আগামী দিনে ব্যংকের কার্যক্রম পরিচালনার জন্য অতীতের মত সকলকে পাশে থাকার আহবান জানান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার সচিব জাকির হোসেন, কাউন্সিলর মো. রাকিব, আওয়ামীলীগ নেতা মনির, হোসেন মার্কেট ব্যবসায় সমিতির সভাপতি আব্দুল করিম খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ মাওলানা শহিদুল ইসলাম, ব্যবসায়ী বাহার উল্ল্যা সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকবৃন্দ ও আরো অনেকে।

Share This Article