
_স্কুল থেকে আমি দূর হলেও, আমার মন থেকে কখনো স্কুল দূর হয়নি…।
_স্কুলের প্রতিটা দিন মনে পড়ে আজও আমার
চল আবার খুঁজে আনি সেই স্কুল জীবনের বেলা
যেখানে বন্ধুরা মিলে করতাম অনেক খেলা…।
_কেন জানি এখনো খুব মিস করি স্কুলের সেই দিনগুলো…।
_মিস করি ‘রফিকুল ইসলাম স্যারের ক্লাস।
মিস করি ‘জধুলাল স্যারের ক্লাস।
মিস করি ‘হরিপদ স্যারের ক্লাস।
মিস করি ‘নির্মল স্যারের ক্লাস।
মিস করি’ হাবিবুল্লাহ স্যারের ক্লাস।
মিস করি ‘নিখিল চন্দ্র হাওলাদার স্যারের ক্লাস।
মিস করি ‘শ্যামল স্যারের ক্লাস।
মিস করি ‘কাঞ্চন স্যারের ক্লাস।
মিস করি’ মনিরুজ্জামান স্যারের ক্লাস।
মিস করি ‘সুজন স্যারের ক্লাস।
_ইস আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো
কিন্তু সময় তো বহমান স্রোত এর মতো….।
_আমি মিস করি স্কুলের সেই পরিবার’কে যেখানে শিক্ষক শিক্ষিকারা ছিল বাবা- মায়ের মতো
আগলে রাখতো ভালোবাসা দিয়ে…।
_আমি এখনো মিস করি আমার ফেলে আসা
স্কুল লাইফ…।
_মিস করি পড়া না পারলে কান ধরে হাই বেঞ্চে’র
উপর উঠে দাঁড়িয়ে থাকা সেই দিনগুলো কে..।
_ মিস করি বাড়ি থেকে স্কুলে যাওয়ার সেই আঁকাবাঁকা রাস্তা..।
_মিস করি বেঞ্চে বসা নিয়ে বন্ধুদের সাথে ঝগড়ার মুহুর্ত গুলো কে…।
_মিস করি হোমওয়ার্কের ভয়ে স্কুলে না যাওয়ার সেই দিনগুলো কে…।
_আমি মিস করি সেই সবুজ রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট…।
_১২৪ নং নন্দলালপুর সরকারি প্রথমিক বিদ্যালয় যেখানে রয়েছে আমার শৈশব এর হাজার হাজার স্মৃতি।
_জানি চাইলেও হয়তো সেই সময় গুলো আর পাবো না ফিরে আর চাইলেই কখনো ভুলা যাবে না স্কুল জীবনের সেইদিন গুলো কে ..।
লেখকঃ মোঃ রিহান আহমেদ রিয়াদ,
১২৪ নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ব্যাচঃ ২০১১