দুই বিভাগে বিজয়ী ছয় জন
সিংড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর আয়োজনে ঈদ উৎযাপনের আনন্দ আরো একটু বাড়িয়ে তুলতে আয়োজিত হয় ছবি প্রতিযোগিতা।
দুইটি ভাগে বিভক্ত করে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ফেইসবুক গ্রুপে আয়োজিত হয় কুরবানী ও মেহেদী রাঙা হাতের ছবি প্রতিযোগিতা।
দুই বিভাগে মোট বিজয়ী হয়েছেন ছয় জন।
বিভাগ ১ঃ
১ম সালমান সাদিক
২য় সম্রাট হাসান
৩য় সোসানুর রহমান
৪র্থ শাকিলা আক্তার
বিভাগ২ঃ
১ম সাদিয়া ইসলাম শ্রাবন্তি
২য় লামিয়া
স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও প্রতিযোগিতার আয়োজক সাদী মুহাম্মদ তামিম বলেন, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সৃজনশীলতাকে সবার সামনে তুলে আনতেই আমাদের এই আয়োজন। কে কতটা সৃজনশীল সে তার ছবিতে সেটা প্রকাশের চেষ্টা করেছে একজনের দেখে আরেকজন আগ্রহী হয়েছে। যুব সমাজকে মাদক ও নানাবিধ অপরাধ থেকে দুরে রাখতে তাদের মাঝে সুস্থ বিনোদন ও প্রতিযোগিতার বিকল্প নেই।