স্ত্রীকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম

বাংলাদেশ চিত্র ডেস্ক

সাতক্ষীরার আশাশুনির বড়দলে স্ত্রীকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে জখম করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে। এ ঘটনায় প্রশান্ত সানা বাদী হয়ে আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

থানায় লিখিত এজাহার সূত্রে জানা যায় বুধবার বিকাল ৫টার দিকে প্রশান্ত সানা স্ত্রী সন্ধ্যা রানী সানা গোবরের নুড়ি তৈরি করছিল। এসময় মাদকাসক্ত আসামীরা বিভিন্নভাবে উত্যাক্ত মুলক কথাবার্তা বলতে থাকে স্ত্রী সন্ধ্যা রানী কে।

এ ঘটনায় সন্তোষ মন্ডলকে উক্ত ঘটনার বিষয় নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে প্রশান্তকে ধারাল দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই গ্রামের সুধীর মন্ডলের পুত্র সন্তোষ মণ্ডল, সন্তোষ মণ্ডলের পুত্র প্রদীপ মণ্ডল, প্রভাষ মন্ডল। এ সময় তার স্ত্রী সন্ধ্যা রানী আসলে তাকে মারপিট শ্লীলতাহানি করে। ওই সময় একটি কানের দুল ও চেইন জোর করে ছিনেয়ে নেয় বলে বাদী প্রশান্ত সানা জানায়।

এ ঘটনায় থানা ওসি জানায় এটি লিখিত এজাহার পাওয়া গেছে তদন্ত পুর্বক ব্যাবস্থা নেওয়া হবে।

Share This Article