ঢাকা ও আশপাশের এলাকায় আজ দিনভর আকাশ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, ঢাকার আকাশ আজ বেশ পরিষ্কার থাকবে এবং সামান্য গরম অনুভূত হতে পারে। আবহাওয়া সার্বিকভাবে শুষ্ক থাকায় দিনের পরিবেশ থাকবে আরামদায়ক।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার বিস্তৃত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
