আবু নাসের সিদ্দিক তুহিন, রংপুর বিভাগীয় প্রধান ::
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এ তানিশা রহমান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
দক্ষিণ পাড়া পুলিশ লাইন রোড গাইবান্ধা নিবাসী বান্দরবানের স্বনামধন্য বিদ্যালয়ে অধ্যায়নরত তার বাবা প্রকৌশলী ফজলুর রহমান তুষার বাংলাভিশন টেলিভিশন চ্যানেলের সাবেক চিফ ব্রডকাস্ট ইন্জিনিয়ার বর্তমানে বন বিভাগে কর্মরত। তানিশার দাদী দিল আফরোজা বেগম সাবেক প্রাণীসম্পদ বিভাগে কর্মীরত ছিলেন দাদা মৃত্যু আবু বকর সিদ্দিক টিসিবির সাবেক কর্মকর্তা বড়আব্বু বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু নাসের সিদ্দিক তুহিন, ফুফু বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী দিল রুবা সিদ্দিকা সাথী ছোট চাচু বাংলা লিং এর রংপুর বিভাগের উচ্চতর কর্মকর্তা সে সকলের দোয়া প্রার্থী।