স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি

বাংলাদেশ চিত্র ডেস্ক

দেশে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনিকে প্রধান করে সাত সদস্যদের একটি কোর কমিটি গঠন করেছে সরকার।

আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকদের এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত অগ্নিকাণ্ড ঘটছে তা কমিটি খতিয়ে দেখে একটি প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই কমিটি পরবর্তীতে ১২-১৪ জনে উন্নীত হতে পারে।

ঘটনাগুলো নাশকতামূলক কিনা- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। এই কমিটি আগামী ৫ নভেম্বর আবার বৈঠক বসবে। এর আগে প্রতিবেদন পাওয়া যাবে।

বৈঠকটি বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ ছাড়া মন্ত্রিপরিষদসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। পরে রাত ৯টার দিকে বিমান চলাচল আবারও শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। টানা ১৭ ঘণ্টা জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তারও আগে গত ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ১৬ জন প্রাণ হারান।

 

Share This Article