স্টাফ রিপোর্টার:-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন প্রজন্ম-২৬ মার্চের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ মার্চ) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিকেল ৪ টায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রজন্ম-২৬ মার্চের দপ্তর সম্পাদক আব্দুল কাদিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাশেম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন পটভূমি, ইতিহাস ও দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাশেম বলেন, মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে দেশের স্বার্থে লড়াই করেছেন। কিন্ত দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি মন্ত্রণালয় থাকার পরও এ দুই আড়াই লক্ষ মুক্তিযোদ্ধার সঠিক মূল্যয়ন বেশীরভাগ ক্ষেত্রেই বাধাগ্রস্ত। উপরন্ত নাম সর্বস্ব মুক্তিযোদ্ধার জয়জয়কার।
প্রধান অতিথির আলোচনায় বাংলাদেশ পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন তার বক্তৃতায় বলেন, মুক্তিযুদ্ধের সময় আমি সবেমাত্র মাধ্যমিক শেষ করেছি, যখনই ৭ মার্চে বঙ্গবন্ধুর মহান সে ডাক শুনেছি তারপরই সকলেই দেশ রক্ষার্থে ঝাপিয়ে পড়েছি। আজকের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সে চেতনায় জাগ্রত হয়ে দেশকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রজন্ম ২৬ মার্চের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট সোহেল রানা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ পরান রিপন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর আকাশসহ অনেকে। আলোচনা সভা শেষে দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া ও ইফতার আয়োজিত হয়। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।