স্বামীর আগুনে মারা গেলেন হেলেনা

বাংলাদেশ চিত্র ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘুমন্ত অবস্থায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হেলেনা আক্তার ৬ দিন পর মারা গেছেন। সোমবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তাঁর। এ ঘটনায় দগ্ধ তাঁর ছেলে অন্তর আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন।

হেলেনা মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ওসমান শেখের স্ত্রী। তিনি ছেলেকে নিয়ে গোহালা ইউনিয়নের মুনিরকান্দি গ্রামে বাবার বাড়িতে ছিলেন। তাঁর ভাই ইমরান হোসেনের ভাষ্য, ওসমান শেখের সঙ্গে ১৪ বছর আগে হেলেনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁর বোনকে মারধর করত নেশাসক্ত ওসমান। এ কারণে বাবার বাড়িতেই থাকত। ৪ জুন রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন হেলেনা। রাত ১টার দিকে ওসমান জানালা দিয়ে তাদের ওপর পেট্রল ছুড়ে পরে আগুন দিয়ে পালিয়ে যায়।

প্রতিবেশী ও স্বজন তাদের মাদারীপুর উপজেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, হেলেনা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি ওসমান শেখকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Share This Article