রিয়াদ, ইবি প্রতিনিধি ::
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকাতলে’, ‘বই খাতা কলম নিন, ছাত্রলীগে যোগ দিন’, ‘এসো নবীন ভয় নাই, ছাত্রলীগে সন্ত্রাস নাই’-সহ নানা স্লোগানে বুধবার (৮ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করেছে তারা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে সকাল সাড়ে ১১টার দিকে সংগঠনটির দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও একাডেমিক ভবনসমূহ ঘুরে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি নবীন শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে এসে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে এবং স্বাধীনতার পক্ষে কাজ করবে। দেশে অরাজকতা সৃষ্টিকারীরা যেন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের হয়রানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে আমরা সেদিকে লক্ষ্য রাখবো। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পাশে থাকতে শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।