বিশ্বের অন্যতম একটি সোশ্যাল মিডিয়া এক্স। ইলন মাস্কের বহুল আলোচিত এবং সমালোচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অনেকেই এই প্ল্যাটফর্ম নিয়মিত ব্যবহার করছেন। তবে সম্প্রতি এই প্ল্যাটফর্ম থেকে উধাও হচ্ছে বেশ কিছু অ্যাকাউন্ট। ইলন মাস্কের সংস্থার পক্ষ থেকে এমনটাই জানিয়েছে।
কিন্তু কেন বহু অ্যাকাউন্ট মুছে ফেলা হচ্ছে? জানা গেছে, ভুয়া অ্যাকাউন্ট এবং স্প্যাম পরিষ্কার করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। যে সব অ্যাকাউন্ট থেকে ভুয়া খবর ছড়ানো হচ্ছে বা নিয়ম ভাঙা হচ্ছে কিংবা বহুদিন ব্যবহার করা হচ্ছে না, সেসব অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হচ্ছে।