বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়। রবিবার রাতেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা। যদি তা ঘূর্ণিঝড়ে রূপ নেয় তাহলে এর নাম হবে ‘মন্থা’। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ সুগন্ধি বা সুন্দর ফুল। এই ফুলটি ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে আঘাত করতে পারে। তবে প্রাথমিক গতিতে মনে হচ্ছে এর গতিপথ হতে পারে ভারতের অন্ধ্র প্রদেশের দিকে।
ঘূর্ণিঝড়ের অবস্থা বর্ণনা করতে গিয়ে আবহাওয়া অধিদপ্তরের ফোকাস্টিং কর্মকর্তা শাহীনুল ইসলাম গতকাল রবিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ (রবিবার) রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর এটি আগামীকাল সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে মঙ্গলবার ভোরের দিকে আঘাত করতে পারে।’
এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, ঘূর্ণিঝড় মন্থা ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে আঘাত করতে পারে। এজন্য ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল ও উড়িশ্যা এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। অপরদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর বিশেষ বুলেটিনে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বঙ্গোপসাগরে অক্টোবর ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, এই ঘূর্ণিঝড়টি হতে যাচ্ছে মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়। বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে।
নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম কি হবে জানতে চাইলে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, এর নাম দেয়া হবে মন্থা। এই নামটি থাইল্যান্ড দিয়েছে।
জানা যায়, থাই ভাষায় মন্থা নামের অর্থ সুগন্ধি বা সুন্দর ফুল। উল্লেখ্য, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর নামকরণ বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে দেওয়া হয়ে থাকে। তবে এর আগে ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলো ৫টি করে নাম জমা দিয়ে থাকে। সেসব নাম থেকেই পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়গুলোর নাম দেওয়া হয়ে থাকে।
আবহাওয়াবিদদের সাথে কথা বলে জানা যায়, গত ১৪ অক্টোবর মঙ্গলবার মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। আর মৌসুমী বায়ু বিদায়ের পর শীত শুরুর আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। তাই অক্টোবর ও নভেম্বর মাস দেশে ঘূর্ণিঝড় সৃষ্টির মাস। এছাড়া এপ্রিল ও মে মাসও দেশে ঘূর্ণিঝড়ের মৌসুম।