হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সর্দারকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল সোমবার (১ জুলাই) রাতে গাজীপুর মহানগরের টঙ্গি পূর্ব স্টেশন রোড এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
তিনি জানান, গ্রেফতারকৃত জয়নাল সর্দার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি এই মামলার পলাতক আসামি বলে স্বীকারও করেছেন। মামলা হওয়ার পর থেকে তিনি গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।