হরতালে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার

বাংলাদেশ চিত্র ডেস্ক

আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারি) হরতালে ঢাকা মহানগরীতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনারের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভায় বক্তৃতা করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, পুরো নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

মোহাম্মদপুর একালায় ছিনতাই বন্ধের বিষয়ে তিনি বলেন, ছিনতাই দমনে কাজ চলছে। মোহাম্মদপুর একালায় প্রয়োজনের চেয়েও বেশি অফিসার নিয়োগ করা হয়েছে। টহল ডিউটি বাড়ানো হয়েছে। অচিরেই ছিনতাই বন্ধ হবে।

শাহবাগ অবরোধ প্রসঙ্গে মো. সাজ্জাত আলী বলেন, বিচ্ছিন্ন কিছু দাবি-দাওয়া নিয়ে দুষ্কৃতকারীরা রাস্তা বন্ধ করে ট্রাফিক বিঘ্ন ঘটায়। দাবি আদায়ের স্থান রাস্তা হতে পারে না। টেবিলে বসে সমাধান করুন। ঢাকাবাসীকে কষ্ট দিয়ে দাবি আদায় হতে পারে না।

আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশ পানি মারছে, গ্যাস মারছে দেখালেন; আমরা যে বারবার নিষেধ করেছিলাম।’

Share This Article