ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম ও একাধিক মেম্বারদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৩জুন শনিবার সকালে গেদুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মাবনবন্ধনের আয়োজন করে ভক্তভোগীরা।
জানা যায়, গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে ভিডব্লিউবি পূর্বে ভিজিডি কার্ড ও কার্ডের মালামাল আত্মসাৎ এর অভিযোগ তুলে এবং আইনের আওতায় এনে সঠিক বিচার দাবি জানান তারা।
ভক্তভোগীদের অভিযোগ চলতি ভিডব্লিউবি এর চাল চেয়ারম্যান ও মেম্বার আত্মসাৎ করেছে দীর্ঘ দিন বলার পরেও তারা কোনো ব্যবস্থা নেইনি তাই মানববন্ধনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে বিচার চান তারা।
এবিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।