হলে থাকার অনুমতি দিয়ে ছাড়া পেলেন বাকৃবি ভিসি

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হলে থাকতে বাধা দেওয়া হবে না- প্রক্টরের কাছ থেকে এমন মৌখিক প্রতিশ্রুতি পাওয়ার পর ভিসির বাসভবনের ফটক ছেড়েছেন আন্দোলনকারীরা।

এতে পাঁচ ঘণ্টা ভিসি ও শিক্ষকদের অবরুদ্ধ রাখার পর বুধবার (১৭ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে ভিসি বাসভবনের প্রধান ফটকের তালা খুলে দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা।

এর আগে বিকেল ৩ টায় হল ত্যাগের নোটিশ প্রত্যাহার দাবিতে ভিসি বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে তারা।

পরে রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম শিক্ষার্থীদের জানান, হলে থাকতে বাধা নেই। নিরাপত্তাসহ সব সুবিধাই দেবেন প্রশাসন। পরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে হলে ফিরে যান।

Share This Article