হাইকোর্টের নির্দেশে সারাদেশে অ্যান্টিভেনম পাঠাচ্ছে ঔষধ প্রশাসন

বাংলাদেশ চিত্র ডেস্ক

হাইকোর্টের নির্দেশে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম সারাদেশে উপজেলা পর্যায়ে পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 

শনিবার (৮ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।

এর আগে, এক রিটের প্রাথমিক শুনানিতে এ বছরের ১৮ আগস্ট উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে অ্যান্টিভেনম পাঠাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছিল।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের গত ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

Share This Article