হানিফ ফ্লাইওভারে গুলিতে তরুণ নিহত

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষের সময় গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। তার নাম সিয়াম (১৮)। 

বুধবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন কয়েকজন। পরে আবার চলে যান।

সিয়ামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাসনে। গুলিস্তানের এক দোকানের কর্মচারী ছিলেন তিনি। থাকতেন মাতুয়াইলে।

সিয়ামের খালাতো ভাই রাসেল বলেন, রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাওয়ারে গুলিবিদ্ধ হযন সিয়াম। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ফ্লাইওভারে গুলিবিদ্ধ এক যুবককে জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন স্বজনরা। পরে তারা বুঝতে পারেন যে, সিয়াম মারা গেছেন। এজন্য তারা আর ভেতরে না ঢুকে মরদেহ নিয়ে চলে যান। 

Share This Article