স্পোর্টস ডেস্ক:
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
চ্যাম্পিয়নশিপ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি পদোন্নতির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বার্নলিকে হারাতেই হতো শেফিল্ড ইউনাইটেডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে উল্টো বার্নলির কাছে ২-১ গোলে হেরে গেছে হামজা চৌধুরীর দল। এতে প্রিমিয়ার লিগে ফিরেছে বার্নলি। ইংল্যান্ডের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় কোয়ালিফাই করার দৌড়ে তাদের সঙ্গী হয়েছে দিনের অন্য ম্যাচে স্টোক সিটিকে ৬-০ গোলে হারানো লিডস ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে সরাসরি খেলতে টেবিলের শীর্ষ দুইয়ে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করতে হয় দলগুলোকে। দুই ম্যাচ হাতে রেখেই সেই স্থান দুটি নিশ্চিত করে ফেলেছে লিডস ও বার্নলি।
৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠেছে লিডস। বার্নলির পয়েন্টও সমান ম্যাচে ৯৪। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান দখল করেছে লিডস।
৪৪ ম্যাচে শেফিল্ডের পয়েন্ট ৮৬। অর্থাৎ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুই ম্যাচ জিতলেও শীর্ষে থাকা বার্নলি ও লিডসকে ছুঁতে পারবেন না হামজারা। তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারবে ৯২।
তবে হামজাদের এখনো প্রিমিয়ার লিগে পদোন্নতির সুযোগ আছে। নিয়ম অনুযায়ী, টেবিলের তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলোকে নিয়ে আলাদা প্লে-অফ টুর্নামেন্ট হবে। সেখানে দুটি ম্যাচ পাবেন হামজারা। দুটিতেই জিততে হবে তাদের। তবে ওই দুই ম্যাচে হামজাদের প্রতিপক্ষ কারা হবে, সেটি এখনো নিশ্চিত হয়নি।
গত সোমবার টার্ফ মুরে বার্নলির পক্ষে দুটি গোলই করেন জোশ ব্রাউনহিল। ২৮ মিনিটে প্রথম গোল করে স্বাগতিকদের উচ্ছ্বসিত করেন তিনি।
৩৭ মিনিটে শেফিল্ডকে সমতায় ফেরান থমাস ক্যানন। বিরতির আগেই আবারও লিড নেয় বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাউনহিল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি হামজারা।
এ জাতীয় আরো খবর