
শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচি পালন করেন তারা।
রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শাসসুদ্দিন মাসুদ জানান, ইতোমধ্যে ৩ দফা দাবি আদায়ে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায়ে রোববার (৯ নভেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করবেন। পাশাপাশি সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একযোগে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এছাড়া রোববার শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহিদ মিনারেই অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শহিদ মিনার ছাড়বেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা। ফলে গভীর রাতেও খোলা আকাশের নিচে পলিথিন, মাদুর ও বিছানার চাদর বিছিয়ে অবস্থান করছেন শিক্ষকরা।
এর আগে শনিবার বিকেলে ৩ দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই সময় পুলিশের লাঠিপেটায় অন্তত শতাধিক শিক্ষক আহত হন। একইসঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানিও ছোড়া হয়।
দাবি আদায়ে সকাল থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পরবর্তীতে বিকেলের দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে এলে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। ওই সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শিক্ষকদের ওপর চড়াও হয় পুলিশ।
শিক্ষকদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। যদিও পুলিশের দাবি, মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয়া হয়।
পরবর্তীতে দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সন্ধ্যায় এ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষকদের ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।
সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি হলো-
১) ১০ম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন দেয়া।
২) শতভাগ বিভাগীয় পদোন্নতি।
৩) চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।