
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দফায় দফায় হামলা চালিয়ে আমাদের পদযাত্রা ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। গুলি করেও অভ্যুত্থান ব্যাহত সম্ভব হয়নি, এবারও সম্ভব হবে না।
আজ (৩ জুলাই) বৃহস্পতিবার (তৃতীয় দিনের জুলাই পদযাত্রার অংশ হিসেবে) নীলফামারীতে পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই পদযাত্রা ঠেকাতে এবং সংস্কার আন্দোলন পেছাতে বারবার দলীয় কার্যালয়ে হামলা চালানো হচ্ছে। যারা সংস্কার পিছিয়ে দিতে চায়, তারাই এনসিপির ওপর হামলা চালিয়েছে।
তিনি বলেন, অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আস্ফালন বেড়েছে, যারা এখনও দেশে ঘাপটি মেরে রয়েছে। অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? হামলা ও ভয়ভীতি দেখিয়ে সংস্কারমুখী রাজনীতি থামানো সম্ভব হবে না।
এনসিপি সূত্রে জানা গেছে, পদযাত্রার অংশ হিসেবে নীলফামারী, রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জনসংযোগ ও পথসভা হচ্ছে। দলের পক্ষ থেকে হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতিও চলছে।