হারানো দিনগুলি

বাংলাদেশ চিত্র ডেস্ক

বাংলাদেশ চিত্র ::

যে দিন চলে যায় ফিরে আসে না, সে দিনের স্মৃতি গুলি ভোলা যায় না। অতিতের স্মৃতি গুলি দু’নয়নে ভাসে, আসেনা তো ফিরে নয়ন জলে কাদে। মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি, স্মৃতি গুলি কেঁদে মরে হারিয়ে দিন গুলি।

মানুষের জীবনে কত স্মৃতি আসে, সেই স্মৃতিগুলি মায়াবী মনে কাঁদে। স্মৃতির অন্তরালে ঝরে কত ফুল, রাখেনা খবর স্মৃতির স্মরন। ছোট্ট বেলার দিন গুলিতে পুতুল খেলার ছলনাতে, মাছ ধরিতাম পুকুর ঘাটে।

শৈশবের কথা ভেবে নয়ন জলে বৃষ্টি ঝরে, আসে না সে দিন ফিরে।
পুতুল খেলার ছল করিতে আম কুড়াতাম ঝড়ের মাঝে, জোনাক জ্বলে নীলাকাশে। মামার বাড়ি মধুর হাড়ি রোজ বিকালে করতাম চুরী, ভাঙ্গতো মামী খালী হাড়ি।

উড়াই ঘুরি নিলাকাশে পড়তে যেতাম স্কুলেতে,, খাবার খেতাম মায়ের হাতে। গণিত স্যারের বেতর ডরে, পালিয়ে যেতাম দূর দিগন্তে। হারানো দিনগুলি ছবি হয়ে ভাসে, হৃদয় আঙ্গিনায় স্মৃতি হয়ে কাঁদে।
ভোলা যায় না অতিত স্মৃতি,
আসে না তো সে দিন ফিরে। ফেলে আসা দিন গুলি
কেন পিছু ডাকে হারানো দিন গুলি, শুধু-ই চোখের জলে কাঁদে।

লেখক : মো: লিয়াকত হোসেন

  • সিনিয়র শিক্ষক, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়।
Share This Article