চাঁদপুর জেলা প্রতিনিধি ::
আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি। পুরনো বছরের সকল পাওয়া না পাওয়ার গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই। অতীতের সকল ভুল শুধরে নতুন করে বাঁচার প্রত্যয় ব্যক্ত করছে।
পুরনো বছরের সকল ভুল-ত্রুটি ভুলে নতুন বছরকে স্বাগত জানাই। নতুন বছরের নতুন আশায়, নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও সফলতা।
মতলব (উঃ) উপজেলায় সকাল ৯ ঘটিকায় সারা দেশের ন্যায় ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। উদযাপন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস, সিনিয়র সহকারি শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, রতন কৃষ্ণ সরকার, রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার, নমিতা সরকার, নুসরাত জাহান, তাছলিমা আক্তার ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস বলেন- আজকের এই আনন্দঘন মূহুর্তে আমাদের সকল শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রী ও অবিভাবকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।