১২৪ নং নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বাংলাদেশ চিত্র ডেস্ক

ফয়েজ আহামেদ মাহিন, চাঁদপুর জেলা প্রতিনিধি ::

আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি” ?
আজ মঙ্গলবার মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদের প্রতি মর্যাদা ও ভালোবাসা শ্রদ্ধা ছুটে চলেন সকালের জার্নি শিক্ষক-শিক্ষিকা ও নিস্পাপ শিশু শিক্ষার্থীদের উপস্থিতিতে ১২৪ নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জাতীয় সঙ্গীত, প্রভাত ফেরী, পুষ্প অর্পণ ও দোয়া সহ নানা আয়োজনের মধ্যে শহীদদের আত্মাগফিরাত কামনা করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস, সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, রতন কৃষ্ণ সরকার, রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার ও নমিতা সরকার সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Share This Article