ওমেরার বয়স পাঁচ বছর দুই মাস। একটা ইংলিশ মিডিয়াম স্কুলে কেজি ওয়ানে পড়ে ও। পুরো নাম ওমেরা ফাতিমা ইব্রাহিম। ওর বাবা একজন ব্যাংক কর্মকর্তা আর মা হলেন ডাক্তার। বাবা মা কে সাথে করে এবার ওমেরা পবিত্র হজ্জ পালন করে। অনেকদিন পর আবার স্কুলে যাওয়া শুরু ওমেরার।মা অথবা বাবার সাথেই ও স্কুলে যায়। সাধারণত ওমেরার স্কুল holiday শুক্র ও শনিবার।
১৪ আগষ্ট ওমেরা স্কুলে যায়। তখন স্কুলের মিস বলেন, “আগামীকাল ১৫ আগষ্ট holiday তাই স্কুল বন্ধ।” স্কুলে ১৫ আগষ্ট কে নিয়ে নির্মিত কিছু ভিডিও দেখানো হয় ওদেরকে। সেখানে ঝরে পড়া পাতা পড়ার দৃশ্য থাকে। কান্নার দৃশ্য ও শব্দ থাকে। সব বন্ধুদের সাথে ওমেরাও দেখে সে দৃশ্যগুলো। বাসায় এসে মাকে বলে,
— মাম্মি কাল আমাদের holiday,
— কেন holiday?
ওমেরা বলে,
— father of the nation একটা spring day তে মারা গেসে…ছবির নিচে অনেক গুলি dry leaf পরে আছে spring days এর মতো… এখন autumn এসে পরেছে তাই তার বেবী টা বাবাকে মিস করতেসে… কালকে বাবার কবর দেখতে যাবে..তাই কালকে holiday,
— ওমেরা father of the nation এর নাম কি?
— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
— আর বাবীটার নাম কি?
— শেখ হাসিনা।
ওর বাবা বাসায় আসলে বাবাকে বলে,
— বাবা কালকে Thursday না Friday ও না, তবুও
holiday,
— কিন্তু কেন holiday?
ওমেরা সেই একই কথা বলে। আর বলে
— বাবা ওই জায়গাটা আমাদের থেকে দূরে তো, তাই বেবীটার যেতে অনেক সময় লাগে।
১৫ আগষ্ট ওমেরা ফুপ্পির বাসায় আসে। এসে সবাইকে স্কুলের গল্প আর holiday এর গল্প বলে। ফুপ্পির বাসায় এসে অনেক নতুন গল্প শোনে। নিজেও স্কুলের গল্প করে।
লেখক: সাহিত্যিক, কলামিস্ট ও প্রাবন্ধিক