১৫আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ৭৫এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার রায় কার্যকর, ২১আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জেলা যুবলীগ।
শুক্রবার (০৪আগস্ট) সকালে জেলা যুবলীগের আয়োজনে শহরের দয়াময়ী মোড় শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদ, পৌর আওয়ামী লীগের সদস্য পরিতোষ পন্ডিত, জেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসাইন টুরু, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম মারুফুর রহমান সুমন, মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক আল আমিন, শাহবীর ইসলাম দোলন, মাহমুদুল হাসান সরকার মাসুম ও সহ-সম্পাদক সুজাউদ্দৌলা সুজন প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগের সভায় তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রীয় মদদে সেই বিএনপি-জামাত জোট গ্রেনেড হামলা চালিয়েছিল। সেদিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার নীলনকশা করেছিল এই তারেক রহমান। সেদিন শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকান্ডের মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে তার সাজা নিশ্চিত করার দাবি জানান। একই সাথে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমানের মরোনত্তর বিচার দাবি জানান।