১৫ পুলিশ হত্যা মামলায় অভিযুক্ত আ’লীগ নেতার কারাগারে মৃত্যু

বাংলাদেশ চিত্র ডেস্ক

সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮৩) মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানের সময় আলোচিত এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ চারটি মামলার আসামি ছিলেন তিনি। গত বছরের ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটে। চলতি বছরের ২৪ এপ্রিল থেকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

জেলা কারাগারের জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা বলেন, “আহমদ মোস্তফা খান উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিমুল তালুকদার বলেন, “হাসপাতালে আনার আগেই আহমদ মোস্তফা খানের অবস্থা অত্যন্ত নাজুক ছিল। ভর্তি হওয়ার কিছুক্ষণ পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।”

Share This Article