‘প্রতিষ্ঠাবার্ষিকী বা জন্মদিন কেক কেটে উদযাপন নয়, এমন কিছু করি যা দেশের জন্য কল্যাণকর হয়’ এমনই প্রতিপাদ্যকে হৃদয়ে ধারণ করে বিডি ক্লিন নন্দীগ্রাম নামক সেচ্ছাসেবী সংগঠনের তরুণ সদস্য মোঃ আরাফাত ইসলাম তার ২১তম জন্মদিনে ২১টি গাছ লাগিয়ে জন্মদিন উদযাপন করেন।
আজ ৩রা জুলাই বিকেলে নিজ উদ্যোগে নন্দীগ্রাম-বগুড়া মহাসড়ক (কাথম)-এর পাশে ২১টি বনজ গাছ লাগিয়ে নিজ জন্মদিন উদযাপন করেন তিনি।
এমন ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে আরাফাত ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। জন্মদিনে কেক বা হৈ-হুল্লোড় করে উদযাপন না করে যদি আমরা পরিবেশ বন্ধু গাছ লাগিয়ে উদযাপন করি, তাহলে এটা দেশের তথা সবার জন্য কল্যাণকর হয়। এমনই ভাবনা থেকে আমার এই উদ্যোগ।’
তার এ কাজে বিডি ক্লিন পরিবার খুশি।