
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: মেধার লালন, প্রতিভার বিচ্ছুরন ও নৈতিক উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ
এই প্রতিপাদ্য কে লালন করে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জুনদপুরে অনুষ্ঠিত হলো জুনদপুর সুলতানিয়া দাখিল ও নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সোনাইমুড়ী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হামিদ ইউছুফের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ১নং জয়াগ ইউপি চেয়ারম্যান শওকত আকবর পলাশ, বিশেষ অতিথি ছিলেন ইউপি মেম্বার মাকছুদুর রহমান মাসুদ।
বক্তারা বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হওয়া পুরাতন বিদ্যাপীঠটি আজও পযন্ত এমপিও ভুক্ত হয় নি। তাই দ্রুত এমপিও ভুক্ত করনে মাননীয় এমপি, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন সহ প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।
এর আগে দিন ব্যাপী মাদ্রাসা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় প্রত্যেক ক্লাস ও বিভাগীয় ছাত্র ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের জাকজমক ভাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সভাপতি সাহাব উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কানাডা প্রবাসী আবু ছলিম উল্লাহ, আল অরবার্ড একাডেমির প্রধান শিক্ষক জহির উদ্দিন, সদস্য আনোয়ারুল আজিম, হাবিরুর রহমান শাকি, আবদুল বাতেন, মিজানুর রহমান শিপন অভিবাবক সহ অনেকে।