২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে খুকৃবি নীল দলের মানববন্ধন

বাংলাদেশ চিত্র ডেস্ক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

(খুকৃবি) তে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে নারকীয় গ্রেনেড হামলায় জড়িত ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল কর্তৃক আয়োজিত-
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের নিমিত্তে দোয়া, প্রতিবাদ সভা ও “চেতনায় মুজিব” প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীল দলের কার্যকরী ও সাধারণ সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। আরো উপস্থিত ছিলেন শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
ভয়াল আগস্টের গ্রেনেড হামলায় জড়িত অপরাধীদের শাস্তি দ্রুত কার্যকরের আহবান জানান নীল দলের সভাপতি ড. নজরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন নীল দলেের সাধারণ সম্পাদক ড. মেহেদী আলম।

Share This Article