![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
(খুকৃবি) তে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে নারকীয় গ্রেনেড হামলায় জড়িত ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল কর্তৃক আয়োজিত-
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের নিমিত্তে দোয়া, প্রতিবাদ সভা ও “চেতনায় মুজিব” প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীল দলের কার্যকরী ও সাধারণ সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। আরো উপস্থিত ছিলেন শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
ভয়াল আগস্টের গ্রেনেড হামলায় জড়িত অপরাধীদের শাস্তি দ্রুত কার্যকরের আহবান জানান নীল দলের সভাপতি ড. নজরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন নীল দলেের সাধারণ সম্পাদক ড. মেহেদী আলম।