
টিকটকে ভিডিও বানানোর অপরাধে নাটোর সদর উপজেলার চন্দ্রকোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বহিস্কারের জেরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ ও বিদ্যালয়ে ভাংচুর চালিয়েছে।
এসময় বিক্ষুদ্ধরা স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান ও ম্যানেজিং কমিটির আহবায়ক সাংবাদিক বুলবুল এর অপসারণ দাবি করেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে চন্দ্রকলা এস. আই উচ্চ বিদ্যালয়ে এর শিক্ষার্থীরা বিক্ষোভ করার এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা স্কুল কমিটির আহ্বায়ক কে অফিস রুমে আটকে রেখে বিদ্যালয়টির বিভিন্ন জানালায় ভাংচুর চালায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শিক্ষার্থীদের থেকে জানা যায়, চন্দ্রকোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ৩ শিক্ষার্থী- বেলি খাতুন,রায়হান মিয়া ও নাহিদ হোসেন টিকটকে কমেডি ভিডিও তৈরী করে ইন্টারনেটে আপলোড করে।
এ ঘটনায় ম্যানেজিং কমিটির আহবায়ক বুলবুল আহমেদেও প্রধান শিক্ষক আনিছুর রহমান ক্ষুদ্ধ হয়ে শনিববার ওই ৩ শিক্ষার্থীকে বহিস্কার করেন।