তিন দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী ২৯ নভেম্বরের মধ্যে তাদের সব দাবি মেনে নেওয়া না হলে ৩০ নভেম্বর থেকে দেশের সব সহকারী শিক্ষক অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র নেতারা।
সংবাদ সম্মেলনে হুশিয়ারি দিয়ে সংগঠনের সভাপতি মো.আবুল কাসেম বলেন, আগামী ২৯ নভেম্বর তিন দাবির বাস্তবায়নের প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে প্রয়োজনে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।
শিক্ষকদের দাবির যৌক্তিকতা সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. শামছুদ্দীন মাসুদ। এসময় আরও বক্তব্য রাখেন আহ্বায়ক মো. আনোয়ার উল্যা, আন্দোলনে নিহত শিক্ষক ফাতেমা বেগমের স্বামী ডি এম সোলায়মান, গুরুতর আহত শিক্ষক হারুনুর রশিদ, মো.মতিউর রহমান, মো.হাবিবুল্লাহ, জাহিদুজ্জামান গগন, নিজামউদ্দিন মজুমদার, মো. বাহাউদ্দিন, মো. শাহ আলম, মাহমুদুল হাসান রনি, শহিদুল ইসলাম বাবুল, নিগার সুলতানা, শায়লা আক্তার, দেলোয়ার হোসেন, বন্যা শরিফা, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
শিক্ষকদের তিন দাবি হলো-দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।
