৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করে যেতে হবে- আফাজ উদ্দিন

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিএনপি’র দেয়া ৩১ দফা বাস্তবায়নে সকল নেতাকর্মীকে এক যুগে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক আফাজ উদ্দিন।

রমজানের শেষ দশক নাজাতের ২৫ তম দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের সার্বিক তত্বাবধানে উত্তরা পশ্চিম থানা ও পশ্চিম থানার ১, ৫১, ও তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ডের নলভোগসহ বেশ কয়েকটি স্থানে বিএনপির উদ্যোগে আয়োজিত নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা সরকার দেশের প্রতিটি অঙ্গনে দুর্নীতি ও লুটতরাজের সাম্রাজ্য কায়েম করেছে। দেশের প্রতিটি স্থানে চলতো দুর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো এহেন কর্মকাণ্ড চালানোর প্রচেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত। ফলে দেশকে স্থিতিশীল করতে সংস্কার প্রয়োজন। তাই বর্তমান সরকারের প্রতি দ্রুত সংস্থার শেষে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের তাগিদ দেন তিনি।

পরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানসহ দলের সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও রমজানের শুরু থেক প্রতিটি প্রোগ্রাম বাস্তবায়নে সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান তিনি। সেই সাথে এই সকল মহৎ কাজে সকল বৃত্তবান ও দলের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। যাতে ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম সুশৃঙ্খল ও সততার সাথে পালন করা যায়।

Share This Article