
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই পারে একটি সুখী ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলার জনগণের ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। এই ঐক্য আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ার প্রধান ভিত্তি হবে।
এসময় আইয়ুব খান প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে হবে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিএনপি’র প্রবীণ নেতা ফরহাদ শিরালীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, শহিদুল ইসলাম শহিদ, যুবদল নেতা সাইদুল ইসলাম, শওকত হোসেন খোকন, মেহফুজুল আলম সাগর, ইশতিয়াক এনাম ভূইয়া তানিম, মোহাম্মদ শাহজাহান, রাব্বিলসহ সাভার থানা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।