লালমনিরহাটের হাতিবান্দায় বিপুল পরিমাণ মাদক পাচার কালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৩ এর হাতে সোহাগ ও রাজু নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
রবিবার ২ জুন গভীর রাতে লালমনিরহাট জেলর হাতিবান্ধা উপজেলার দইখাওয়া বাজারে র্যাবের বিশেষ অভিযান পরিচালনাকালে রাত দেড়টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি থেকে হাতিবান্ধা রাস্তার উপর দুইজন অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। সেই সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে র্যাবের অভিযানিক বিশেষ দল।সেখানে গিয়ে ৩৫৭ ফেন্সিডিল সহ দুই মাদক কারবারীকে আটক করে।
আটককৃত মোঃ সোহাগ বাবু হলেন হাতিবান্ধা উপজেলার গেন্দুকুড়ি এলাকার মোঃ আতাউর রহমান মিন্টুর ছেলে। অপর জন একই উপজেলার আবদার রহমানের ছেলে রাজু আহম্মেদ ৩৫
র্যাব১৩ গণমাধ্যম শাখার একটি সুত্র জানায় গ্রেফতারকৃতরা মাদকদ্রব্য সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আসামীদ্বয়কে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলার রজু করার কাজ চলমান রয়েছে।