হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পে সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানকে প্রায় ৯০ কোটি টাকা বকেয়া না দেওয়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি’র ৩ কোরিয়ান নাগরিকের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার সংবাদপত্র বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৯ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এই অনুমোদন দেন। মামলাটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বকেয়া পাওনা সংক্রান্ত, যেখানে ৩ কোরিয়ান ঠিকাদারি কর্মকর্তার বিরুদ্ধে পলাতক অবস্থায় অভিযোগ আনা হয়েছে।
পলাতক ৩ কোরিয়ান নাগরিক হলেন- কিউংজু কাং, ইর্য়কওয়ান চোই এবং জুয়োক ইয়াং। এছাড়া শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত আছেন হিসোক কিম ও বাংলাদেশি নাগরিক মো. সায়েম চৌধুরী। তারা আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।
মামলা দায়ের করেন প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী। মামলায় বলা হয়েছে, থার্ড টার্মিনালের টার্মিনাল-৩, মাল্টি-লেভেল কার পার্কিং (এমএলসিপি), এক্সপোর্ট ও ইম্পোর্ট কার্গো টার্মিনালসহ আইপিপি, আইপিআর, জেনারেটর হাউস, এসটিপি, ডব্লিউএসএস, পিডব্লিউটিপি, এজিএস, আরএফএফএস সাবস্টেশন এবং মেইন বিল্ডিংয়ের নির্মাণ কাজ প্লিয়াডিস কনস্ট্রাকশন সম্পন্ন করেছে।
জুবায়ের আখতার অভিযোগ করেছেন, চুক্তির বাইরে অতিরিক্ত কাজ করানো হলেও এডিসি ওই কাজের প্রায় ৯০ কোটি টাকা পরিশোধ করেনি। বারবার দাবি জানানোর পরও অর্থ না পেয়ে তিনি শেষ পর্যন্ত আদালতের সাহায্য নেন।
