পুলিশ সুপার পদ মর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এন্টি টেররিজম ইউনিটে মো. শাহরিয়ার, এসবির ড. মোহাম্মদ আব্দুল কাদির, সিআইডির মো. মাসুম বিল্লাহ তালুকদার ও পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
